রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | কঠিন চ্যালেঞ্জ গ্রহণ অস্কারের, প্রতিকূলতা ভুলে ইতিবাচক মনোভাবই পাঞ্জাব বধের চাবিকাঠি ইস্টবেঙ্গলের

Sampurna Chakraborty | ১৬ ডিসেম্বর ২০২৪ ১৭ : ২৭Sampurna Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: জোড়া জয়ের পর ঘরের মাঠে ওড়িশার কাছে ধাক্কা। যা আবার ব্যাকফুটে ঠেলে দিয়েছে ইস্টবেঙ্গলকে। চোট-আঘাত এবং কার্ড, গোদের ওপর বিষফোঁড়া। চোটের জন্য মরশুম থেকে ছিটকে গিয়েছেন মাদি তালাল। লালকার্ড দেখায় নেই জিকসন সিংও। ওড়িশা ম্যাচেও নেইয়ের তালিকা দীর্ঘ ছিল। তবে পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে কিছুটা স্বস্তি লাল হলুদ শিবিরে। আঠারোজনের দলে ফিরছেন দিমিত্রিয়স ডিয়ামানটাকোস এবং হেক্টর ইউস্তে। সোমবার সকালে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দু'জনেই দলের সঙ্গে পুরোদমে প্র্যাকটিস করেন। ম্যাচের শুরু থেকেই খেলানো হতে পারে হেক্টরকে। তবে দিমির পরে নামারই সম্ভাবনা বেশি। চোট, আঘাতের তালিকা এদিন খোলসা করতে চাননি অস্কার ব্রুজো। ধোঁয়াশা জিইয়ে রাখেন। তবে সল ক্রেসপো এবং জিকসন সিং ছাড়া বাকিদের খেলার সম্ভাবনা প্রবল।

চোট এবং কার্ডের জেরে সেট দল খেলাতে পারছেন না অস্কার। প্রতিদিন দলে একাধিক বদল করতে হচ্ছে। যার প্রভাব পড়ছে খেলায়। সামনে শক্তিশালী পাঞ্জাব। এই পরিস্থিতিতে তাঁদের মোকাবিলা করা কতটা কঠিন? অস্কার বলেন, 'আমরা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। স্বচ্ছতা নিয়ে মাঠে নামতে চাই। আমাদের দলে গভীরতা আছে। আমাদের আইএসএলের সেরা দলগুলোর মধ্যে অন্যতম হওয়ায় চেষ্টা করতে হবে। আমরা ইতিবাচক বার্তা দিতে চাই। আমরা সংগঠিত ফুটবল খেলার চেষ্টা করব। বর্তমান পরিস্থিতি আমাদের কাছে অগ্নিপরীক্ষা। কোচ হিসেবে আমার হাতে দুটো বিকল্প। রাতে না ঘুমিয়ে খেলা নিয়ে অতিরিক্ত চিন্তা-ভাবনা করা। প্লেয়ারদের পজিশন বদলানো। নয়তো আমরা যেভাবে খেলছি, আত্মবিশ্বাসের সঙ্গে সেটাই চালিয়ে যাওয়া। একটা দল হিসেবে আমরা এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই।' ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলবে ইস্টবেঙ্গল। এর ফায়দা তুলে চান ইস্টবেঙ্গল কোচ। 

মুখে যতই আত্মবিশ্বাসের কথা বলুন না কেন, সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলনে অস্কারের আচার-আচরণে সেই প্রত্যয় ফুটে ওঠেনি। কিছুটা দমে ছিলেন ইস্টবেঙ্গল কোচ। দেখে মনে হয়, ওড়িশার কাছে হারের ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। সাংবাদিক সম্মেলন শেষে এই বিষয়ে প্রশ্ন করতে অস্কার মস্করা করে বলেন, 'সমস্ত এনার্জি ম্যাচের জন্য বাঁচিয়ে রাখছি।'

বেশ কয়েকটা ম্যাচে খারাপ রেফারিংয়ের জন্য ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে। ভাল খেলা সত্ত্বেও অনেক সিদ্ধান্ত তাঁদের বিরুদ্ধে যাওয়ায়, ম্যাচের ওপর প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে দলকে মোটিভেট করা কতটা কঠিন? অস্কার বলেন, 'বেশ কয়েকটা ম্যাচে আমরা কম প্লেয়ারে শেষ করেছি। আমরা বিপক্ষের থেকে অনেক কম ফাউল করেছি।‌ কিন্তু আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গিয়েছে। তবে এটা আমাদের হাতে নেই। আশা করব, কখনও সিদ্ধান্ত আমাদের পক্ষেও যাবে।' 

১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে পাঞ্জাব। সেখানে সমসংখ্যক ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট ৭। বছর শেষের আগে ঘরের মাঠে আরও দুটো ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। এর আগেও ব্রুজো একাধিকবার জানান, ঘরের মাঠে চার ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বছর শেষে কি কোনও টার্গেট সেট করেছে ইস্টবেঙ্গল? অস্কার বলেন, '১০ ম্যাচে পাঞ্জাবের পয়েন্ট ১৮। সেখানে সমসংখ্যক ম্যাচে আমাদের পয়েন্ট ৭। ঘরের মাঠে চার ম্যাচের শেষে আমরা এই গ্যাপ কমাতে চাই। তাই পাঞ্জাব ম্যাচ জেতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জামশেদপুর, হায়দরাবাদ ম্যাচের পর ছবিটা আরও স্পষ্ট হবে। বুঝতে পারব আমরা সুপার সিক্সে যেতে পারব কিনা।' পাঁচ নম্বরে থাকলেও, ধারাবাহিকতার অভাব রয়েছে পাঞ্জাবের। জামশেদপুরের কাছে শেষ ম্যাচে হারে। তাসত্ত্বেও প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ইস্টবেঙ্গল কোচ। তাঁদের ট্যাকটিক্যাল গেম, আক্রমণভাগের প্রশংসা করেন ব্রুজো। 


Oscar BruzonEast BengalIndian Super League

নানান খবর

নানান খবর

ব্যর্থ আয়ুষ-জাদেজার মরিয়া লড়াই, দক্ষিণী ডার্বি জিতল আরসিবি, প্লে অফের টিকিট কার্যত নিশ্চিত বিরাটদের

আইপিএল চলাকালীন দেশে ফিরে গিয়েছিলেন রাবাদা, প্রকাশ্যে এল আসল কারণ

ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে 'বিরাট' রেকর্ড কোহলির, কমলা টুপির মালিকও তিনি

ইস্টবেঙ্গলের প্রস্তাব পাওয়া মিগুয়েল উধাও বাংলাদেশ থেকে! কোথায় গেলেন তিনি? জানুন মিগুয়েলের অন্তর্ধান রহস্য

'আমার পরিবারে কেউ ফাটল ধরাতে পারবে না, টাইগার অভি জিন্দা হ্যায়', হুঙ্কার টুটু বসুর

ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার শুভাশিস, সেরা গোলকিপার বিশাল

মেয়েদের ক্রিকেটে নতুন নিয়ম, রূপান্তরকামীদের নিষিদ্ধ করল ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড

এমএস ধোনির সঙ্গে কে এই সুন্দরী? তুললেন ছবি, পেলেন জার্সিও

স্যামসন কাণ্ডে তিন বছরের নির্বাসন নিয়ে মুখ খুললেন শ্রীশন্ত, কী বললেন?

অলিম্পিকে সোনাজয়ীর পর এবার ভারতে নিষিদ্ধ করা হল বাবর, রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও

তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার

এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন

টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে

'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?

'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ

সোশ্যাল মিডিয়া